গাজীপুরে গ্রীন সুইটস রেস্টুরেন্ট এন্ড চাইনিজ এর বিরুদ্ধে নানা অভিযোগ
মোঃ জাকিরুল ইসলামঃ গাজীপুর স্টেশন রোডে অবস্থিত গ্রিন সুইটস রেস্তোরাঁ অ্যান্ড চাইনিজ নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে l
গত ০৭(সাত) ই নভেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় সাংবাদিক শাহজাহান মিয়ার ছেলে বাবার কাছে মিষ্টি খাওয়ার বায়না করলে শাজাহান মিয়া বাড়ির কর্মচারীর মাধ্যমে স্টেশন রোডের অবস্থিত গ্রীন সুইটস রেস্তোরা এন্ড চাইনিজ হতে মিষ্টি কিনে আনতে বলেন এতে করে কর্মচারী ইসমাইল তাড়াতাড়ি করে মিষ্টি না নিয়ে দুধের ছানা ঘরে নিয়ে আসেন। শাহজাহানের ছেলে মহিনউদ্দিন হোসেন সিয়াম(১০) স্ত্রী মোছা:শিরিন (৫০) দুধের ছানা খেয়ে ফেলেন lছানা খাওয়ার আনুমানিক দুই ঘন্টা পর মা ও ছেলে দুজনে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন l শাহজাহান মিয়া খুব তাড়াতাড়ি স্ত্রী ও পুত্রকে অসুস্থতা অবস্থা দেখে টঙ্গী সরকারি মেডিকেল হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর ডাক্তার দেখে বলেন তাদের ফুড পয়জন এর কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে।
অত্র প্রতিষ্ঠানের মালিক সুশীল চন্দ্র ঘোষ কে মোবাইল ফোনে স্ত্রী ও পুত্রের ছানা খেয়ে অসুস্থতার কথা বললে মালিক সুশীল চন্দ্র ঘোষ এতে অস্বীকার করে এবং বলে আমরা ভেজাল খাবার বিক্রয় করি না l
শাহজাহান পরের দিন সুশীল চন্দ্র ঘোষ এর দোকানে তার কর্মচারীকে পাঠালে সুশীল শাহজাহানের কর্মচারীকে বিনামূল্যে ২/৩ কেজি মিষ্টি নিয়ে যেতে বলেন।
গ্রীন সুইটস রেস্তোরাঁর মালিক সুশীলচন্দ্র ঘোষের সাথে শাহজাহানের স্ত্রী ও পুত্রের অসুস্থতার বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে সুশীল চন্দ্র ঘোষ বলেন এসব মিথ্যা নাটক। সুশীলের মিষ্টি তৈরীর কারখানার ব্যাপারে কথা বললে সুশীল বলেন আমরা নিজে মিষ্টি দই ছানা তৈরি করি এতে কোন ভেজাল নাই l আমরা প্রতিবছর সরকারকে ভ্যাট ট্যাক্স প্রদান করি lআমাদের কারখানার এবং পণ্যর বিএসটিআই পরিবেশ লাইসেন্স ফায়ার লাইফে শ্রমিক সার্টিফিকেট সবকিছু আছে l
গাজীপুরে টঙ্গী স্টেশন রোডেই নয় এমন অনেক জায়গা রয়েছে যারা মিষ্টির দোকান দিয়ে রাতারাতি লাখ লাখ টাকার মালিক হয়েছে lশুধু গ্রীন সুইচ রেস্তোরাঁ এন্ড চাইনিজ নয় আরো বিভিন্ন ব্র্যান্ডের মিষ্টির দোকান আছে যারা মিষ্টি, দই, সানার নামে ভেজাল খাবার খাওয়াচ্ছে সাধারণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছে এসব ভেজাল খাবার পরিহার করার আমাদের সকলের উচিত পাশাপাশি ভেজাল খাবার দোকানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া খুব জরুরী l