Uncategorized

বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনের দাবি, যা বললেন শশী থারুর

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। মমতার এই বক্তব্য তীব্র সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ও ভারতের রাজনীতিকসহ নানা মহলে।

এবার মমতার এই আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। মঙ্গলবার তিনি বলেছেন, ‘মমতা শান্তি রক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কি না তা নিশ্চিত নন তিনি।’

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে মমতাকে উদ্দেশ করে শশী থারুর বলেছেন, আমি অনেক বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছি। আমি আপনাকে বলতে পারি যে, জাতিসংঘের শান্তি রক্ষীদের কোনো দেশের অভ্যন্তরে সাধারণত পাঠানো হয় না। তবে কোনো দেশের সরকার নিজে অনুরোধ জানালে সেক্ষেত্রে পাঠানো হতে পারে।

তিনি আরও বলেন, যখন কোনো দেশ একেবারে ভেঙে পড়ে, তখনই শান্তিরক্ষীদের পাঠানো হয়। তাও সেই দেশের সরকারকে জাতিসংঘের কাছে শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে অনুরোধ জানাতে হবে। তবে বাংলাদেশে কী ঘটছে তার ওপর আমাদের নজর রাখতে হবে। এ বিষয়ে আমি পুরোপুরি একমত।

সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় বক্তৃতা দেওয়ার সময় বাংলাদেশে জাতিসংঘের শান্তি রক্ষী পাঠানোর প্রস্তাব দেন মমতা। তিনি বলেন, ভারতের কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের যেসব অঞ্চলে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হয়েছেন, সেসব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েনের জন্য জাতিসংঘের দ্বারস্থ হওয়া।

বাংলাদেশ থেকে নির্যাতিত ভারতীয়দের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চান মমতা। একইসঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভারতের অবস্থান পরিষ্কার করতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button