চট্টগ্রামে ২ লাখ পিস ইয়াবাসহ দুইভাই গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের বাসা তল্লাশি করে নগদ ১৮ লাখ টাকাও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে মো: আব্দুল্লাহ আল নোমান (২৫) ও মো. আবু হানিফ (২২)। তারা আপন দুই ভাই।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ডিজিএফআই, এএসইউ, এফআইইউ’র সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবা ব্যবসায়ী (বাবু) বাসা থেকে পালিয়ে যায় এবং ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তার বাসা তল্লাশি করে নগদ ১৮ লক্ষ উদ্ধার করা হয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদে পুরাতন টয়লেটের ভিতর থেকে ২ লক্ষ ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে ২ লাখ ১০হাজার ইয়াবা এবং নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।
এসময় তিনি আরও জানান, ০৫ আগস্টের পর এটাই মাদকের বড় অভিযান। মাদকের মূল হোতাদের গ্রেপ্তারে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।