এক্সক্লুসিভদুর্নীতি
শাহাজালালে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৫
- ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা কাছ থেকে পাঁচ যাত্রীর কাছ থেকে প্রায় ৭ কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের একটি দল। এ সব সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার মো. আল আমিন এ তথ্য জানান।
আটকরা হলেন রুবেল হোসেন (২২), দুলাল আহম্মেদ (৩৫), সামিউল ইসলাম (৩৩), সবুজ আলি (২৪) ও সাগর মিয়া (২৭)।
বিজ্ঞপ্তিতে কাস্টমস হাউজ জানিয়েছে, মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট সোমবার রাত আড়াইটায় বিমানবন্দরে নামে। এরপর সাড়ে ৩টার দিকে বাটিক এয়ারের আরেকটি ফ্লাইটও বিমানবন্দরের অবতরণ করে।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে দুইটি উড়োজাহাজের পাঁচ সন্দেহভাজন যাত্রীর আনা মালপত্রের সঙ্গে কম্বলে প্যাঁচানো ওয়েল্ডিং মেশিন চিহ্নিত করা হয়।তারপর স্ক্যান করে প্রতিটি ওয়েল্ডিং মেশিনের কয়েলের ভিতরে মোট পাঁটি স্বর্ণের চাকতি, দুটি সোনার টুকরা ও ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। জব্দ করা এসব সোনার ওজন প্রায় ৭ কেজি।
আটক ৫ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে কাস্টামস হাউজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।