দেশরাজনীতি

সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন

-তারেক রহমানের আহ্বান

আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশকে ঘিরে ভারতের উস্কানি ও রাজনৈতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ অবস্থায় তিনি দেশবাসীকে অনুরোধ করে বলেন, সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং কোনো প্ররোচনায় পা দেবেন না।

আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার নিন্দা জানিয়ে গতকাল তারেক রহমান তাঁর এক্সের পোস্টে বলেন, ভারতে ভুল তথ্যে ভরা ইকো চেম্বার রয়েছে, যার মাধ্যমে দেশটি বাংলাদেশবিরোধী মনোভাব উস্কে দিচ্ছে। আগরতলায় বাংলাদেশি কনস্যুলেটে সর্বশেষ হামলায় বিভ্রান্তির যে প্রভাব ফুটে উঠেছে, তা শুধু প্রতিবেশীদের মধ্যে বিভেদই সৃষ্টি করবে।

তাঁর অভিযোগ, ভারতীয় বিশ্লেষকরা ভুল তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশবিরোধী মনোভাব প্রকাশ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে। এ ধরনের ঘটনা বিভেদ গভীর করার ঝুঁকি বাড়াচ্ছে।

পোস্টে তারেক রহমান লিখেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের কারণ এবং তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে কী ঘটছে, কেন বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গড়ে তোলা জরুরি, তা নিরপেক্ষভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। কিন্তু আমরা মূলত একটি ধর্মীয় সম্প্রীতি ও ভূখণ্ডগত সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং থাকব; যেখানে জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button