Uncategorized

ভারত বন্ধুরাষ্ট্র বললেও বন্ধুর কোনো পরিচয়ই দিতে পারে নাই: চরমোনাই পীর

চলমান পরিস্থিতি নিয়ে ভারতকে উদ্দেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন, তাহলে এ দেশের মানুষ সেই বিষদাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে। ভারত বন্ধুরাষ্ট্র বললেও এখনো তারা বন্ধুর কোনো পরিচয়ই দিতে পারে নাই।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।

সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম সমাবেশে বলেন, ‘আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ যারা করেছে, তাদের দলের বড় নেতারা কর্মীদের ফেলে টুন টুনা টুন টুন হয়ে গেছে। এমন নেতাদের পেছনে নেমে বারবার জীবনকে ধ্বংস করবেন না।’ তিনি বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন করার জন্য এ দেশের লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। গত ৫ আগস্টও আপনারা দেখেছেন। এ দেশ আমার ও আমাদের। এ দেশ রক্ষার জন্য যদি প্রয়োজন হয়, রক্ত দেব, জান দেব। দেশ রক্ষার জন্য রাজপথে নামব, এতে কোনো সন্দেহ নাই।’

মাদারীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে অংশগ্রহণকারীদের একাংশ

মাদারীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে অংশগ্রহণকারীদের একাংশছবি: প্রথম আলো

ইসলামি দলগুলো একত্র হওয়ার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘বারবার আমাদের ব্যবহার করা হয়েছে, বারবার আমরা পরগাছা হিসেবে ব্যবহার হয়েছি। আর কখনোই আমরা পরগাছা হতে চাই না। বাংলার জমিনের বুকে ভোট ভিক্ষা চেয়ে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।’

ইসলামী আন্দোলন মাদারীপুর জেলা শাখার সভাপতি হাজি আজিজুল হক মল্লিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল-আমিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button