দেশরাজনীতি

‘আওয়ামী লীগ-জাতীয় পার্টিকে সংলাপে না রাখায় জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে’

আওয়ামী লীগ-জাতীয় পার্টিকে সংলাপের বাইরে রাখায় জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল ২৩০টি আসন। তাদের ভোটের হার ছিল ৪৮.০৪। বিএনপি পেয়েছিল ৩০টি আসন। তাদের ভোটের হার ছিল ৩২.০৫। জাতীয় পার্টি পেয়েছিল ২৭টি আসন। ভোটের হার ছিল ০৭.০৭। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ঐক্যের ডাকের বাইরে রাখা হয়েছে। ৫০ শতাংশ মানুষের দলকে সংলাপের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিগত সংসদের বিরোধীদলীয় নেতা আরও বলেন, কয়েক দিন আগে প্রধান উপদেষ্টা একটি জাতীয় ঐক্যের ডাক দিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছেন। এতে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। জিএম কাদের বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন। একটি সংগঠনের সবাই কি অপরাধী? যদি তাই ভাবেন, তাহলে শেখ হাসিনার সঙ্গে আপনাদের তফাত কী? আমরা চাই, আগামী নির্বাচনে সব দল অংশ নিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button