চট্টগ্রামবাংলাদেশবিভাগ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিতে চায় সিটি করপোরেশন

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্যোগ নিয়েছে। উপাচার্যের পদ থেকে অধ্যাপক অনুপম সেন পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনার জন্য উপাচার্য পদে অন্তর্বর্তীকালীন কাউকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে সিটি করপোরেশনের। এ নিয়ে সিটি মেয়র শাহাদাত হোসেন আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

বিশ্ববিদ্যালয়–সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য মেয়র শাহাদাত হোসেনকে দায়িত্ব দিয়েছে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটি। আজ রোববার দুপুরে নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র শাহাদাত হোসেন। সিটি করপোরেশন সূত্র জানায়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে এ সভা আহ্বান করা হয়।

শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবির মুখে গত শুক্রবার পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, সহ-উপাচার্য কাজী শামীম সুলতানা ও কোষাধ্যক্ষ তৌফিক সাঈদ। উপাচার্য বার্ধক্যজনিত, সহ-উপাচার্য ব্যক্তিগত ও পারিবারিক এবং কোষাধ্যক্ষ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের নিয়ন্ত্রণ ছিল সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর কাছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মহিবুল হাসান চৌধুরী। রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মালিকানা ফিরে পেতে তৎপর হয় সিটি করপোরেশন। বিশ্ববিদ্যালয়টি বেআইনি ও অবৈধভাবে দখল করার অভিযোগ তুলে গত ৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সিটি করপোরেশন। একই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের মালিকানা সিটি করপোরেশনের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।

মহিবুল হাসানের বাবা প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের টানা তিনবারের মেয়র (১৯৯৪ থেকে ২০১০) এবং নগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি মেয়র থাকার সময় ২০০১ সালে নগরের প্রবর্তক মোড়ে যাত্রা শুরু করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। ২০১৫ সালের মেয়র নির্বাচনে তিনি দলের মনোনয়নবঞ্চিত হন।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন মেয়র নির্বাচিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে দুজনের মধ্যে বিরোধ শুরু হয়। ২০১৭ সালের ডিসেম্বরে মারা যান মহিউদ্দিন চৌধুরী। ২০১৮ সালে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান মহিবুল হাসান চৌধুরী। পরের বছর বিশ্ববিদ্যালয়টি পুরোপুরি কবজায় নিয়ে নেন তিনি।

গত শুক্রবার উপাচার্যসহ প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ তিনজন পদত্যাগ করার পর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে স্থবিরতা সৃষ্টি হয়েছে। সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। এ জন্য সিটি করপোরেশন জরুরি ভিত্তিতে সভা করেছে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, জরুরি সভায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিষয়ে যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সিটি করপোরেশনের মেয়রের কাছে অর্পণ করেছে কমিটি। এখন মেয়র বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে থাকা শিক্ষক এবং ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। উপাচার্য না থাকার কারণে যাতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বাধাগ্রস্ত না হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন একজনকে দায়িত্ব দেওয়া হবে। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১০টি বিভাগের অধীন অধ্যয়নরত আছেন সাড়ে আট হাজার শিক্ষার্থী। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী আছেন প্রায় সাড়ে তিন শ। চট্টগ্রাম নগরের জিইসি মোড়, দামপাড়া, প্রবর্তক মোড় ও হাজারী গলি এলাকায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button