অপরাধআইন ও বিচার

লালমাইয়ে দত্তপুর প্রবাসীর বাড়িতে ডাকাতি ১ জনকে কুপিয়ে গুরুতর আহত, টাকা ও স্বার্ণালংকার লুট

মোস্তফা কামাল মজুমদার:
৭ই ডিসেম্বর শনিবার রাত আনুমানিক ২-৩ টায় লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামের আইটি পার্ক সংলগ্ন কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে সৌদি আরব প্রবাসী মিনহাজ উদ্দিন সবুজ (৩০) ও সালমান জাহান সজিব (২৫) এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তাঁদের পিতা মোঃ হাবিবুর রহমান (৬০) কে সংবদ্ধ ডাকাতদল মাথায় ও হাতে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। উনাকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের নিলে ঢাকা ন্যাশনাল হসপিটালে রেফার করে। গুরুতর আহত হাবিবুর রহমানের রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উনাকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।ডাকাতিকালে প্রবাসীদের মাতা জাহানারা বেগম (৪৮) কে মারধর ও ছোট ভাই বাগমারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান সামির (১৬) কে বাথরুমে নিয়ে জবাই করতে চেষ্টা চালায়। তিনতলা নির্মাণধীন বিল্ডিংয়ের ২য় তলা দিয়ে নিচতলায় ডাকাত দল ঢুকে বলে পারিবারিক সূত্রে জানা যায়। বাড়ির পূর্ব দিকে বাউন্ডারি ওয়াল টপকিয়ে ২৫/৩০ জনের সংবদ্ধ ডাকাতদল বাড়িতে ঢুকে ডাকাতি করে নগদ ৩ লক্ষ টাকা ও ৩/৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।ডাকাতিকালে ২ টা অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও ১ টি বটম মোবাইল সেট নিয়ে যায়। যাওয়ার সময় ঘরের দরজা খুলে বাহিরের গেইটের তালা ভেঙে চলে যায় বলে সূত্র জানান।পাশে সৌদি আরব প্রবাসী মোঃ ইমাম হোসাইন এর ঘর তাঁর স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে রয়েছে। একই বাড়িতে রং মিস্তিরির একভাড়াটিয়ার স্ত্রী ইমাম হোসাইনের ঘরে থাকে। ডাকাতির শোরগোল শুনে আইটি পার্কের দারোয়ান সহ এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায় বলে সূত্র জানান।
এব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) একেএম এমরানুল হক মারুফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংবদ্ধ ডাকাতদল বাড়ির পিছন থেকে দ্বিতীয় তলা দিয়ে নিচতলায় ডাকাতি করে। ডাকাতিকালে ১ জনকে গুরুতর আহত করে টাকাপয়সা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে লালমাই থানা মামলার ভিত্তিতে অতি দ্রুত সংবদ্ধ ডাকাতদলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, অতি দ্রুত সংবদ্ধ ডাকাতদলের সদস্যদের গ্রেফতার করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button