আসাদের পতনের পর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা
বাশার আল-আসাদের পতনের পরপরই সিরিয়ায় আইএসআইএলের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সংগঠনটির নেতা, কর্মী ও শিবিরসহ ৭৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে।
সেন্টকম জানায়, আসাদের পতনের সুযোগ যাতে সংগঠনটি নিতে না পারে তাই এই হামলা চালানো হয়েছে। হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বোয়িং বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস, ম্যাকডোনেল ডগলাস এফ-১৫ ঈগল ব্যবহার করা হয়েছে।তবে এসব হামলায় বেসামরিক নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।
এক বিবৃতিতে সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেছেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতির আইএসআইএসকে পুনর্গঠিত ও কোনো সুযোগ আমরা নিতে দেব না।
বিবৃতিতে আরো বলা হয়, সিরিয়ার সব সংগঠনের জানা উচিত— আইএসআইএসের সঙ্গে কোনো রকমের অংশীদারত্ব বা সহযোগিতা করলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।