এক্সক্লুসিভবিশ্ববৈশ্বিকরাজনীতি

দেশটির রাজপরিবারের সাথে ক্ষমতার লড়াইয়ের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন

টোঙ্গার প্রধানমন্ত্রী সিওসি সোভালেনি সোমবার আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ কর্মকর্তারা বলেছেন, দেশটির রাজপরিবারের সাথে ক্ষমতার লড়াইয়ের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

পার্লামেন্টের কর্মকর্তা রোন্ডা হুফাঙ্গা এএফপিকে বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে আমরা নিশ্চিত নই যে এরপর কী হবে।’ প্রধানমন্ত্রী সিওসি সোভালেনি পার্লামেন্টকে বলেছিলেন, আইন প্রণেতারা অনাস্থা ভোটে তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ঠিক কিছুক্ষণ আগে তিনি পদত্যাগ করবেন।  

সোভালেনির পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেছেন। ১৯ শতকের শেষের দিক থেকে টোঙ্গায় একটি সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে। দেশটির রাজপরিবার তাদের কিছু ক্ষমতা ধীরে ধীরে ত্যাগ করেছে, টোঙ্গান রাজা এবং তার সহকর্মী সম্ভ্রান্তরা যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন।

২০০৬ সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের পর সংবিধান সংশোধন করে। সেই সময়ে, টোঙ্গান রাজা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং সামরিক কমান্ডার-ইন-চীফ হিসাবে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। যদিও রাজতন্ত্র শেষ পর্যন্ত নির্বাচিত আইন প্রণেতাদের একটি মন্ত্রিসভায় তার অনেক দায়িত্ব হস্তান্তর করতে সম্মত হয়েছিল, তবে এর ক্ষমতা সম্পূর্ণভাবে কমানো হয়নি।

টোঙ্গার বংশানুক্রমিক রাজপরিবার এখনও দেশের ২৬ আসনের আইনসভায় নয়জন সদস্য নির্বাচন করে। সোভালেনি ২০১৪ সালে প্রথম সংসদে নির্বাচিত হন এবং ২০১৪-১৭ থেকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, তারপর ২০১৯ সালে শিক্ষামন্ত্রী হন। ২০২১ সালে  তিনি  নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত পালন করেন। -বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button