প্রথম ভাষণেই ইরান সম্পর্কে যা বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানি
বিদ্রোহীদের আক্রমণের মুখে রবিবার পালিয়ে রাশিয়ায় গিয়েছেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ।
বাশার দেশ ছেড়ে পালানোর পর রবিবারই রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলের উমায়াদ মসজিদে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন অভিযানে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি।
এ সময় তিনি বলেন, “এত দিন সিরিয়াকে ইরানের উচ্চাকাঙ্ক্ষা পূরণের খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে এখন সবাই স্বাধীন। সবাই মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে।”
জোলানি আরও বলেন, “বাশার আল-আসাদের পলায়ন ‘সমগ্র মুসলিম জাতির বিজয়’। এটা পুরো অঞ্চলের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে।”
এ সময় সিরিয়ায় ২০১১ সাল থেকে চলা গৃহযুদ্ধে ‘শহীদদের’ স্মরণ করেন আল-জোলানি। তিনি বলেন, বাশার আল-আসাদ ‘সাম্প্রদায়িকতা ও দুর্নীতি’ ছড়িয়েছিলেন।
উল্লেখ্য, বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে পতন ঘটে বাশার আল-আসাদ সরকারের। এর মধ্যে দিয়ে দেশটিতে তার দুই যুগের শাসনের অবসান ঘটে। বাবা বশির আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে টানা প্রায় ৫৪ বছর সিরিয়া শাসন করেছেন।
সিরিয়া থেকে ব্যক্তিগত বিমানে করে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ। তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া। পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি এখন মস্কোয় অবস্থান করছেন। সূত্র: সিএনএন, বিবিসি