আন্তর্জাতিকবৈশ্বিকভৌগলিকরাজনীতি

ভারতের আগ্রাসন যত বাড়বে, বাংলাদেশে ঐক্য তত মজবুত হবে : মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ভারতের আগ্রাসন যত জোরদার হবে, বাংলাদেশে ঐক্য তত মজবুত হবে।

রবিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত ‘বাংলাদেশ বিরোধী প্রচারণা বা সাম্প্রদায়িক উসকানি’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, ৫ তারিখের পর থেকে সবগুলো দল প্রধান উপদেষ্টার ওখানে গিয়ে বলেছে, আমরা দেশের জন্য জীবন দিতে পারি। বাংলাদেশের উপর যে আগ্রাসন চলছে, এই আগ্রাসন আমরা মেনে নিতে পারি না। আমরা সবাই শহীদ হতে রাজি আছি। কিন্তু প্রতিবেশী দেশের এই আগ্রাসন মেনে নিতে পারি না। ভারতের বোঝা উচিত, তাদের আগ্রাসন যত জোরদার হবে, বাংলাদেশে ঐক্য তত মজবুত হবে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি অথবা ছাত্র শিবিরকে জঙ্গি বলা হয়। তারা নাকি হাত কাটে, রগ কাটে। আমাদের দুজন মন্ত্রী ছিল, যাদের ব্যাপারে এক টাকার দুর্নীতির অভিযোগ আসেনি। কিন্তু, অন্যদের দুর্নীতির অভিযোগ এসেছে। ইসলাম যদি খারাপ হয়, জঙ্গি হয়, মানুষ মারে তাহলে তারা তো আকাম-কুকাম করার কথা। কিন্তু, তাদের কোনো দুর্নীতি পাওয়া যায়নি। এটা সারা দুনিয়ায় প্রশংসিত হয়েছে। আমার মনে হয়, মুসলমানের কিছু নামধারী লোক চক্রান্ত করে আমাদের প্রতি জঙ্গি অপবাদটা দেওয়ার চেষ্টা করছে। তারা তো বিড়ি খায় না, মদ খায় না, কোনো মানুষের টাকা ছিনতাই করে না। চরিত্র খারাপ নয়, সবসময় নামাজ পড়ে। মানুষকে ভালো কথা বলে। ভালো মানুষকে যারা জঙ্গি বলে, আসলে তারা জঙ্গি এবং তাদের চরিত্রই খারাপ।

জামায়াতের নায়েবে আমির বলেন, পতিত স্বৈরাচার একবার পতন হওয়ার পরে আবারও এসে জেঁকে বসেছে এ রকম ইতিহাস নেই। যে পালিয়েছে আর ফিরে আসতে পারবে না। যারা চিন্তা করছেন স্বৈরাচার ফিরে আসবে, তাদের এরকম চিন্তা গুঁড়েবালি হবে।

এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া। মতবিনিময় সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button