অব্যাবস্থাপনা
লালমাইয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উদযাপন
মোস্তফা কামাল মজুমদারঃ
দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ স্লোগানকে সামনে রেখে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস -২০২৪ উপলক্ষে ‘দূর্নীতি দমন ও প্রতিরোধ আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ৯ডিসেম্বর (সোমবার) ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দূর্নীতিবিরোধী দিবসে আলোচনা সভার পূর্বেই দিবসটি জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ।এসময়ে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,চেয়ারম্যান,শিক্ষক,উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।