চট্টগ্রামদেশ

হাজিরা দিয়ে কাজ না করে চলে যাওয়ার দিন শেষ : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ওয়ার্ডে ওয়ার্ডে পরিদর্শনের অংশ হিসেবে ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড পরিদর্শন করেন। রবিবার তিনি ওয়ার্ড পরিদর্শনকালে পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের হাজিরা যাচাই করেন।  

এ সময় চসিক মেয়র বলেন, আমি প্রতিটি ওয়ার্ড ওয়ার্ড যাচ্ছি। শুধু চেহারা দেখা গেলে হবে না। আমি যদি রাস্তায় না পাই তাহলে ব্যবস্থা নিব। আমি যেকোন মুহূর্তে আসবো রাস্তায় যদি ওই জায়গায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে না পাই তাহলে ও মুহূর্তে চাকরি শেষ। আর ডিউটি ফুল টাইম করতে হবে। হাজিরা দিয়ে বাসায় চলে যাওয়া চলবে না, এই দিন শেষ। আমি শুনেছি যে আপনারা স্প্রে পরিচিত লোক দেখে দেখে মারেন। যারা পরিচিত তাদের বাসায় মারবেন, যারা অপরিচিত তাদের বাসায় মারবেন না, এটা হতে পারে না। আপনারা সব জায়গায় মশার স্প্রে করবেন।

তিনি বলেন, আমি দেখতে পাচ্ছি, পরিচ্ছন্নতা কার্যক্রমে সমন্বয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে। পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজার এবং ওয়ার্ড সচিব ওয়ার্ড পর্যায়ের কার্যক্রম ও কর্মীদের উপস্থিতি তদারকি করবেন। দায়িত্বে অবহেলা করায় অনেকজনকে বদলি করা হয়েছে। প্রয়োজনে আরও বদলি, বরখাস্ত করা হবে। এলাকাবাসী অভিযোগ করেছে, দেওয়ান বাজার ওয়ার্ড বাজারের পাশে সাব-এরিয়ার মুখে অবৈধ মাছের বাজার করে জনভোগান্তি সৃষ্টি করা হচ্ছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করব, তবে এলাকাবাসীকেও পুনর্দখল ঠেকাতে ভূমিকা রাখতে হবে। আপনারা যারা এলাকাবাসী আছেন তারাও মনিটরিং করুন, যে কোন সমস্যায় আমার দরজা আমাদের জন্য সবসময় খোলা। স্থায়ী হোক অস্থায়ী হোক দায়িত্ব পালন না করলে চাকরি থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button