হাসিনার দাস ছিল দুদক ও বিচার বিভাগ : আইন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনাসভায় আজ সোমবার (০৯ ডিসেম্বর) তিনি এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন দুর্নীতির ফিরিস্তিও তুলে ধরেন আইন উপদেষ্টা। শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, ‘একজন বেহায়া প্রধানমন্ত্রী বলতেন, ৪০০ কোটি টাকার মালিক তার পিয়ন।তার বোন চোর, অথচ সেই প্রধানমন্ত্রীই বলে বেড়াতেন খালেদা জিয়ার কথা।’
আইন উপদেষ্টা বলেন, ‘১৯৫৭ সালে দুর্নীতি দমন ব্যুরো হয়েছে। আর ২০০৪ সালে হয়েছে দুদক। তবে দুদক ও বিচার বিভাগ আগের শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল।কর্মকর্তারা ভালো পরিবেশ পেলে কাজ করতে পারেন, সেটা এখন দেখান।’
রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ করা সম্ভব জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক লোককে দোষ দিয়ে নিজের অন্যায় ঢাকার চেষ্টা করা থেকে বিরতি থাকতে হবে। তরুণদের কাছ থেকে শিখে ভালো কাজ করতে হবে।’
সরকার দ্রুত সময়ের মধ্যে দুদক কমিশন গঠন করবে বলেও এ সময় জানিয়েছেন আইন উপদেষ্টা।