নাটক-ছিনেমাবিনোদন

নারী সংগ্রামের গল্প নিয়ে ‌‘পিঞ্জিরা’

নারী সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র পিঞ্জিরা। নতুন আর পুরাতনের সংমিশ্রনে এ সিনেমায় নেই কোনো সুপারস্টার। এতে গ্রুপ থিয়েটারের একঝাঁক অভিনয়শিল্পীকে পর্দায় দেখা যাবে। ধীমন বড়ুয়া চলচ্চিত্র প্রযোজিত সিনেমাটির কাহিনী, সংলাপ ও পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন।সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা বলেন, নারী কেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে।

নারী সংগ্রামের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমি এতে তুলে ধরা হয়েছে। ২ ঘন্টা ২০ মিনিটের সিনেমা এটি। আমারা সব কাজ শেষ করেই নারী দিবসকে সামনে রেখে মুক্তির ঘোষণা দিয়েছি।তিনি বলেন, অভিনয় একটি দক্ষতা নিয়মিত চর্চায় তা শিখতে ও ধরে রাখতে হয়। আমাদের চলচ্চিত্রে আসা নতুন মুখ গুলো সবাই থিয়েটারের সঙ্গে যুক্ত। তারা অভিনয় শিখেই এসেছে।প্রযোজক ও অভিনেতা ধীমন বড়ুয়া বলেন, আমাদের দেশে নারী কেন্দ্রীক গল্পে খুব কম কাজ হয়। সেই যায়গা থেকে ব্যতিক্রম একটি গল্পে কাজ করেছি। সিনেমাটি দর্শকদের পুরো সময়টা হলে বসিয়ে রাখবে। আশা করছি, সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে।

অভিনয় প্রসঙ্গে নবাগতা পরী বলেন, এই সিনেমায় আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। অসাধারণ গল্পের একটি সিনেমা। পরিচালক অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন। আমিও সাধ্যমত চেষ্টা করেছি অভিনয় করতে। আশা করছি নতুনত্ব এবং ভালো কিছু পাবেন দর্শকরা। এই সিনেমার গল্পে অ্যাকশন ও থ্রিলার যেমন আছে, একইভাবে ভালোবাসা ও আবেগও কম নেই। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।

সম্প্রতি সিনেমাটির পোষ্টার প্রকাশিত হয়েছে। প্রকাশিত পোষ্টারে অভিনেতা ধীমন বড়ুয়া এবং নবাগতা পরীকে দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button