অপরাধঅব্যাবস্থাপনা
রূপগঞ্জে মদপানে ছাত্রদল কর্মীর মৃত্যু
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা বটেরচর এলাকার ছাত্রদল কর্মী হৃদয় মিয়ার (২২) মদপানে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে মাহনা বটেরচর এলাকার দানেস মিয়ার ছেলে।
পুলিশ জনায়, গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে অতিরিক্ত মদপানে হৃদয় মিয়া অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার ২৫ ডিসেম্বর রাত আটটার দিকে তার মৃত্যু হয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, হৃদয় মিয়া কাদের সঙ্গে ও কোথা থেকে মদ সংগ্রহ করে পান করেছে তা খতিয়ে দেখা হবে। হৃদয় মিয়ার মৃত্যুর জন্য কেউ জড়িত থাকলে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।