চট্টগ্রাম বিভাগ

লালমাই উপজেলা মাসিক আইন – শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

মোস্তফা কামাল মজুমদার: ৩০ ডিসেম্বর ২০২৪ খৃষ্টাব্দ, সোমবার, বেলা ১১ টায় লালমাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ এর সভাপতিত্ত্বে উপজেলা মাসিক আইন- শৃঙ্খলা সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

নির্ধারিত আলোচ্যসূচীতে উপজেলা মাসিক আইন -শৃঙ্খলা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা এবং উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভার, মোবাইল কোর্ট পরিচালনা,খাল বা নদী খনন, মাদক দ্রব্য,জুয়া খেলা ও চোরাচালান নিয়ন্ত্রণ, নিয়মিত মাসিক সভা অনুষ্ঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিন্তিত নিশ্চিতকরণ, ডেঙ্গু প্রতিরোধ, জঙ্গিবাদ,মাদক বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, বাজার দর স্থিতিশীল রাখা,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, বিবিধ।

উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভার  নির্ধারিত আলোচ্যসূচীতে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ,বিভাগীয় কার্যক্র‍ম পযার্লোচনা,বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা,সর্বশেষ নতুন বিধি, সার্কুলার,পরিপত্র ইত্যাদি পর্যালোচনা,ইনোভেশন সম্পর্কে আলোচনা, কমিউনিটি ক্লিনিক ও কোভিড-১৯ সম্পর্কে আলোচনা, আমার বাড়ী আমার খাবার প্রকল্পের বিষয়ে আলোচনা, গ্রাম আদালত সম্পর্কে আলোচনা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিষয়ে আলোচনা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয় আলোচনা, বিবিধ।

উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন লালমাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম,উপজেলা এলজিআরডি অফিসারের প্রতিনিধি , উপজেলা সমাজসেবা অফিসারের প্রতিনিধি , উপজেলা উপসহকারী কৃষি সম্প্রসারণ (উদ্ভিদ সংরক্ষণ) অফিসার মোঃ আবদুল মান্নান মোল্লা,উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: জাকির হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের প্রতিনিধি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -২ বাগমারা শাখার এজিএম ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল্লাহ,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: জাফর আল সাদেক,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এম এ হাশেম, উপজেলা আইসিটি আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন (জাইকা) অফিসার মো: সাইফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: সাইফুর রহমান,উপজেলা কো-অর্ডিনেটর (ইপসা) তৌহিদুল ইসলাম,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার, উপজেলা প্রাণী সম্পদ  সহকারী অফিসার ডাঃ দোলন দাস, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম,বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) মো: লোকমান হোসেন ,ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমরান কবির,ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব,পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনায়েত উল্লাহ , পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই ,বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম ,বাকই উত্তর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্র‍াপ্ত চেয়ারম্যান ,অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের  অধ্যক্ষ মোহাম্মদ শামীম ইকবাল,বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, উপজেলা সিএ মো: সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button