আবদুল্লাহ, তুমি চলে যাবে
“”””””'”””””””””””””””””””””””””””””””
লটারির খবরটা মুহূর্তেই ছড়িয়ে পড়লো মক্কার আকাশে- বাতাসে। মানুষ ছুটে এলো দলে দলে কাবা-চত্বরে। একটু পরই শুরু হলো লটারি। এক্ষুনি কাবার মুতাওয়াল্লি জমিন থেকে একটি কাঠের টুকরো ওঠাবেন! উঠানো হলো! সমবেত জনতার মাঝে নেমে এলো সুনসান নীরবতা! সবার চোখে নীরব জিজ্ঞাসা-না জানি কার নাম উচ্চারিত হবে মুতাওয়াল্লির মুখে!।সবাই নিশ্চুপ অপেক্ষায় দাঁড়িয়ে। সবাই নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে।
মুতাওয়াল্লির মুখে হঠাৎ উচ্চারিত হলো নামটা! সাথে সাথে সবার চোখে-মুখে একটা বেদনা- ‘আহ!’ করে উঠলো! সবার পলকহীন দৃষ্টি অশ্রুময় হয়ে উঠলো! হায়, এ-যে তাদের আবদুল্লাহ!
এ-যে সবার সবচেয়ে প্রিয় মানুষটি!
কিছুক্ষণের জন্যে আবদুল মুত্তালিবের মনটাও দুলে উঠলো। কেঁপে উঠলো! কিন্তু মানত যে পুরা করতেই হবে! কর্তব্যের ডাকে যে সাড়া দিতেই হবে! তিনি নীরবে আবদুল্লাহকে নিয়ে রওনা হলেন কুরবানীর স্থল-মিনা প্রান্তরে।