ইসলাম ধর্ম

এখন তার দশ ছেলে

বন্ধু,

মনে আছে আবদুল মুত্তালিবের মানতের কথা? হ্যাঁ, তিনি বলেছিলেন, তার ছেলে-সংখ্যা দশ হলে একজনকে তিনি আল্লাহর নামে কুরবান করবেন। এখন তার দশ ছেলে। সবার বড়ো হারিস আর সবার ছোটো আবদুল্লাহ।

একদিন আবদুল মুত্তালিব সবাইকে ডেকে বললেন,

আমার প্রিয় ছেলেরা, আমি একটা পবিত্র মানাত করেছিলাম-তোমরা দশ ভাই হলে একজনকে আমি আল্লাহর নামে কুরবান করবো। এখন সে মানত পূরণের সময় হয়েছে। তোমরা কী বলো?’

ছেলেরা একসাথে জবাব দিলো,

‘বাবা, পূরণ করুন আপনার মানত! আপনার যে কোনো ইচ্ছা পূরণে আমরা সব সময় প্রস্তুত!’

প্রিয় মানিকদের জবাবে আবদুল মুত্তালিব বড়ো খুশি হলেন। অমন সোনার ছেলেদের বাপ হতে পেরে বড়ো গর্ব হলো তার। হাসিমুখে এবং আনন্দঘন কণ্ঠে তিনি বললেন,

‘তাহলে চলো আমার সাথে কাবার মুতাওয়াল্লির কাছে। সেখানে লটারি হবে। কাঠের টুকরোয় তোমাদের প্রত্যেকের নাম লেখা থাকবে। লটারিতে যার নাম উঠবে, সে-ই হবে আজকের সৌভাগ্যবান। সে-ই হবে আল্লাহর নামে কুরবানী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button