ইসলাম ধর্ম
না, যমযম আপনারই
“”””””””””””””””””””””””””””””
মজার ব্যাপার হলো -এই ঘটনার পর সবাই বিনা ভালিশেই আবদুল মুত্তালিবের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে বললো,
‘মহান সরদার, যমযম নিয়ে আপনার সাথে আমাদের আর কোনো বিবাদ নেই। কোনো সালিশিরও আর প্রয়োজন নেই। আল্লাহর সালিশিই বড় সালিশি। এই ঊষর মরুতে আপনাকে যিনি দান করেছেন শীতল পানি, যমযমের দায়িত্বও নিশ্চয়ই আপনাকেই দিয়েছেন তিনি।’
তারপর সবাই মক্কায় ফিরে গেলো। যমযমের ওপর পূর্ণ কর্তৃত্ব বজায় থাকলো আবদুল মুত্তালিবেরই, একেবারে মৃত্যু পর্যন্ত। প্রতি বছর তিনিই নিজ দায়িত্বে হাজীদের পান করাতেন যমযমের বরকতময় পানি।