বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির নাম বদলানোর দাবি পিনাকীর
বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির নাম বদলানোর দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ দাবি জানান।
দেশের শীর্ষ এই মেডিক্যাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে তা বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর নামে রাখা উচিত বলেও মনে করেন পিনাকী ভট্টাচার্য।
ফেসবুকে দেওয়া পিনাকীর পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
পিনাকী লিখেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির নাম পাল্টাতে হবে। বাংলাদেশের শীর্ষ মেডিক্যাল ইউনিভার্সিটির নাম হতে পারে একমাত্র ডা জাফরুল্লাহ চৌধুরীর নামে। অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলানো হোক। সারা দেশের মানুষ আনন্দের সাথে সরকারকে এই কাজের জন্য অভিনন্দিত করবে।’