ইসলাম ধর্ম

বে নামাজি কত অ ভি শ প্ত হতে পারে আসুন জেনে নেই!

একদিন এক মহিলা ছুটে এসে আরজ করতে লাগল, হে আমীরুল মোমেনিন, আমার হাত থেকে এক শিশি তেল হঠাৎ মাটি তে পড়ে যায়।
আর মাটি ও সাথে সাথে তা চু ষে নেয়।
এখন আপনার কাছে আমার আরজ, আমি আমার তেল ফেরত চাই।
অত পর হযরত ওমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু একটি কাগজের টুকরা হাতে নিয়ে তাতে কি যেন লিখলেন, লিখার পর তা ভাঁজ করে ওই মহিলাটির হাতে দিলেন।
এবং বললেন,যাও তেলের শিশি টি যেখানে পড়ে ছিল ঐখানে এ কাগজ টা ফেলে দিও।
মহিলা টি ও তাই করল। সাথে সাথে জমিন ওই মহিলার তেল তার থেকে বের করে দিল, এর পর মহিলাটি তার তেলের শিশিটি ও পূর্ণ করে নিল, অত পর কৌতূহলি হয়ে মহিলাটি ঐ কাগজ আবার হাতে তুলে নিলেন।এবং দেখতে লাগলেন, যে আমীরুল মোমেনিন এই কাগজে কী এমন লিখেছিলেন!!
যে মাটি; তেল গুলা ভ ক্ষ ণ করে আবার বের করে দিল!!
অত পর মহিলাটি দেখলেন, ঐ কাগজে আমীরুল মোমেনিন লিখেছিলেন যে, “”হে জমিন এই মহিলাটির তেলগুলা বের করে দাও যা তুমি ভ ক্ষ ণ করেছো, নইলে তোমার মাঝে একজন বে নামাযী কে দা ফ ন করে দিব!!”” দেখুন!
বে নামাযী কে জমিন পর্যন্ত ভয় পায়, ঘৃণা করে, জমিন পর্যন্ত গ্রহণ করতে চায় না আর আমরা যারা নামায পড়িনা!
আমাদের কি অবস্থা হবে???
আল্লাহ আমাদের মাফ কর।
আল্লাহ আমাদেরকে ৫ ওয়াক্ত নামায আদায় করার তৌফিক দান করুক আমিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button