ইসলাম ধর্ম

মৃত্যু আসার পূর্বে পরিবারকে যে সমস্ত বিষয়ে ওসিয়ত করতে হবে তা হলো

১.) সবাই কে আমার মৃত্যুর খবর বলবেন না ( মেয়েদের ক্ষেএে)।
২.) আমার মৃত্যুর খবর শুনলে পড়বেন “ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলায়হি রাজিউন”।
৩.) আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না,,, কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি।
৪.) আমাকে নিয়ে বিলাপ- মাতম করবেন না,,কারণ এটা সুন্নাহ্ বিরোধী কাজ।
৫.) আমার মৃত্যুতে চল্লিশা, মিলাদ,কুল- খানি করবেন না কারণ এটা স্পষ্ট বিদ’আত।
৬.) যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন তারা অবশ্যই আমার জানাজায় উপস্থিত থাকবেন।
৭.) আমার লাশ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না।
৮.) আমার লাশ কে ইসলামি শরিয়ত অনুযায়ী সুন্দরভাবে গোসল করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন।
৯.) লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অনুযায়ী করবেন,সমাজের নয়। যথা সম্ভব আমাকে দাফন করে দিবেন।
১০.) আমাকে কবরস্থ করার পর সেখানেই কিছুক্ষণ থাকুন আর পড়ুন “আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু।”
১১.) কবরের আযাব লাগবের জন্য ও মুনকার- নাকিরের প্রশ্নের উত্তর যেনো দিতে পারি এজন্য আমার জন্য দোয়া করবেন “আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ইমাম।”
১২.) আমার হয়ে দান- সাদাকা করবেন।
১৩.) আমার সাদাকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিবেন, সেগুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।
১৪.) আমার পরিবারের খবর নিবেন।
১৫.) আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন যে আপনার সময় ও অতি নিকটে।
১৬.) আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন,না পারলে সাদকায়ে জারিয়া চালু রাখবেন আমার জন্য, তবুও না পারলে আজীবন আমার জন্য দোয়া করবেন, আমি ক্ষমা করে দিব “ইনশাআল্লাহ।”
১৭.) কারো নিকট আমার কোনো ছবি থাকলে তা পুড়িয়ে দিবেন, ডিলিট করে দিবেন।
১৮.) আমার কাছ থেকে আপনার পাওনা না পেলে আমার পরিবারের থেকে চায়বেন, তারা দিতে না পারলে আমায় ক্ষমা করে দিবেনআল্লাহর জন্য, তাহলে আল্লাহ ও আপনাকে ক্ষমা করবেন।

ইয়া রব আপনি সকল মুমিন-মুমিনাদের কে একটা উওম মৃত্যু দান করুন এবং কবরের আযাব থেকে আমাদের সকলকে রক্ষা করুন আমিন ইয়া রব্বাল আলামিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button