টিসিবির স্মার্ট কার্ড বিতরণে ঘুষ গ্রহণের অভিযোগ
অপরাধ বিচিত্রা ডেস্ক : দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়ন পরিষদের মাঝাডাঙ্গা এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর স্মার্ট কার্ড বিতরণের উপকারভোগীদের নিকট থেকে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কুসুম বেগম ও সদস্য পাভেল ইমরান প্রত্যেক উপকার ভোগীর নিকট থেকে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঘুষ গ্রহণ করেছে।গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই ইউনিয়নের কয়েকজন উপকারভোগী।লিখিত অভিযোগে জানানো হয়েছে, গত বুধবার সন্ধ্যায় মুঠোফোনে প্যানেল চেয়ারম্যানের বাড়িতে চৌকিদার আব্দুল মালেকের মাধ্যমে উপকারভোগীদেরকে ডেকে আনা হয়। এসময় প্রতিজনকে ৫০০ করে টাকা সাথে আনতে বলা হয়। রাত ১০টা পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। স্থানীয় কয়েকজন টাকার বিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান ও সদস্য পাভেল ইমরান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিতে হবে। স্থানীয়রা বিষয়টি তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে পরে কার্ড বিতরণ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে এক ইউপি সদস্য বলেন, ‘শুধু ৬নং ওয়ার্ডেই নয়, খোঁজ নিয়ে দেখেন আর কয়েকটি ওয়ার্ডে একই ঘটনা চলছে।
একটা ওয়ার্ডেতো টাকা আগেই নিয়ে নেয়া হয়েছে।’অভিযুক্ত আওয়ামী লীগ নেত্রী ও প্যানেল চেয়ারম্যান কুসুম বেগম মুঠোফোনে বলেন, ‘বিষয়টি গুজব।’ পরে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, আমি নেইনি। অন্য একজন মেম্বার নিয়েছে। আমরা ২০০ কার্ড বিতরণ করছিলাম। পরে সচিব মহোদয় কার্ড বিতরণ বন্ধ করে দেন এবং ৮৫টি কার্ড জব্দ করে নিয়ে যান।অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য পাভেল ইমরান বলেন, ‘প্যানেল চেয়ারম্যানের বাড়িতে কার্ডগুলো বিতরণ করা হচ্ছিলো। পরে আমি হাজির হয়েছি। লোকজন ২০০ করে টাকা দিয়েছে। বিষয়টি আমাদের ভুল হয়েছে।’এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘টিসিবির কার্ড বিতরণের অনিয়মের বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’