ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মাহত্যা
চাঁদপুরের ফরিদগঞ্জে মানিক শর্মা (২৫) নামে এক যুবক নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মানিক শর্মা মৃত হরিদয়াল শর্মার ছোট ছেলে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আমজাদ হোসেন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজার এলাকার সাহার বাড়িতে এ ঘটনা ঘটে।
মানিকের মা মঞ্জু রানি শর্মা জানান, দুপুরে আমিন খাবার খাওয়ার জন্য মানিকে ডাকাডাকি করি। পরে খাবার খাবে বলে আমাকে জানায়। আমি ও আমার বড়ো ছেলের বৌউ একসাথে খাবার খেয়ে ঘরের বাহিরে যাই। কিছুক্ষণ পর তার কোন সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করি। এরপর ঘরে গিয়ে দেখি রুমের দরজা বন্ধ, জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি ছেলে আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে।
কী কারণে আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলের কারো সাথে কোন সমস্যা ছিল না এবং তাকে আমার পরিবারের কেউই কিছু বলিনি। সে কি কারণে আত্মহত্যা করেছে আমাদের জানা নেই।
আত্মহত্যার সংবাদ পেয়ে স্থানীয় ইউপি সদস্য ওবায়েদুল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।