অপরাধএক্সক্লুসিভ

যুবদল কর্মীদের ৭০ হাজার টাকা চাঁদা দিলেন আ’লীগ নেতার ভাই!

অপরাধ বিচিত্রা ডেস্ক : পটুয়াখালীর রাঙ্গাবালীর আওয়ামী লীগ নেতার ভাইয়ের কাছ থেকে ৭০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে গলাচিপা যুবদল কর্মীদের বিরুদ্ধে। এটি ঘটেছে শনিবার বিকেল ৩টার দিকে গলাচিপা পৌর শহরের চৌরাস্তা এলাকায়।Takaভুক্তভোগী মাসুম খান (৫২) একজন ব্যবসায়ী। তিনি রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাইদুজ্জামান মামুন খানের ছোট ভাই।মাসুম জানান, তিনি দুপুরের দিকে রাঙ্গাবালী উপজেলা সদর থেকে ব্যক্তিগত কাজে পটুয়াখালী যাচ্ছিলেন। পথে গলাচিপা চৌরাস্তায় মোটরসাইকেলে এসে যুবদল কর্মী জিসান, বিকাশ, খাইরুলসহ কয়েকজন তাঁর পথরোধ করে। তাঁকে নির্জন স্থানে নিয়ে আটকে রাখে। তারা মারধর করে। এ সময় ২ লাখ টাকা চাঁদা চায়। তাঁর কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে বাড়িতে মায়ের কাছে ফোন করে আরও ৪০ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ে আনায়। এর মধ্যে ১৫ হাজার টাকা ক্যাশ আউট এবং ২৫ হাজার টাকা সেন্ড মানি করা হয়।মাসুমের মা মোসা. হেলেনা বেগম বলেন, ‘ছেলেকে রক্ষা করার জন্য আমি তাৎক্ষণিক ৪০ হাজার টাকা পাঠিয়েছি।’এ ব্যাপারে গলাচিপা উপজেলা যুবদলের সভাপতি মশিউর রহমান শাহীন বলেন, ‘জিসান, বিকাশ ও খাইরুলের কোনো পদ নেই। দলের কয়েক ব্যক্তির ছত্রছায়ায় ওরা সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে বেড়াচ্ছে।’গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুর রহমান জানান, থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : সমকাল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button