মোঃ সোহেল রানা, চাঁদপুরঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত সফিউল্লাহ লিটন (৫০) নামের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় আনুমানিক রাত ৯ টায় মদিনা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দেরগাঁও মোল্লা বাড়ির মৃত:আবুল হাসেম মোল্লার ছেলে।
নিহতের ভাই শফিকুর রহমান জানান, আমার মেজ ভাই সফিউল্লাহ গত ৮ ডিসেম্বর তার শালা মামুন হোসেন ও শালিকা লাকি বেগমকে আলুলা থেকে প্রাইভেটকারে করে মদিনা এয়ারপোর্ট পৌঁছে দিতে গিয়ে মদিনা এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাদের তিন জনকে উদ্ধার করেলেও প্রাইভেটকারে ড্রাইভার অগ্নিদগ্ধ হয়ে সাথে সাথে মারা যায়।সফিউল্লাহ গুরতর আহত অবস্থায় উদ্ধার করে মদিনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে আর আমার ভাই কথা বলেনি। ২০ দিন চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরন করেন।
তিনি আরো জানান, আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে ছোট ভাই তাজুল ইসলাম কুয়েত থেকে সৌদির উদ্দেশ্য রওনা দিয়েছে। মদিনায় পৌঁছে আমাদের পারিবারিক সিদ্ধান্তনুযায়ী তাকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হবে।
নিহত সফিউল্লাহ ১ মেয়ে রেখে গেছেন। তিনি সর্বশেষ প্রায় ১বছর পূর্বে বাড়ি থেকে সৌদিতে গিয়েছেন।
তার এই মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।