দেশরাজনীতি

জাতীয় নাগরিক কমিটি’র সদস্য তুহিনকে হুমকি, কমিটির প্রতিবাদ

চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় ঝালকাঠি জেলার বিএনপি নেতা নাসিম উদ্দিন আকন কর্তৃক জাতীয় নাগরিক কমিটি’র সদস্য আরিফুর রহমান তুহিনকে হুমকি ও তার পরিবারকে লাঞ্চিত করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক কমিটি। 

গত বছর ডিসেম্বরে নাসিম উদ্দিন আকনের কর্মীরা ও সাতুরিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন আকন বিএডিসি’র খালকাটা কর্মসূচির ঠিকাদারের কাছে চাঁদা চাইতে গেলে আরিফুর রহমান তুহিনের ভাই আতিকুর রহমান কাইউম তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত মাসজুড়ে বারংবার মামুন আকনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ভুক্তভোগীর বাড়িতে দেশীয় অস্ত্রসহ হানা দেন এবং কাইউমকে খুঁজতে থাকেন। তাকে বাসায় না পেয়ে তার বাবা-মাকে গালাগাল করেন এবং তাদের কাজে বাধা দিলে তুহিন ও কাইউমকে দেখে নেওয়ার হুমকি দেন। এছাড়া নাসিমের অনুমতি ছাড়া কোনো কাজ চলবে না বলে জানিয়ে দেন সন্ত্রাসীরা। 

এদিকে এ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করলে তারা তাৎক্ষণিক ভুক্তভোগীদের বাড়িতে যান। ইতোমধ্যে স্থানীয় লোকজনও ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা চলে যান। বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জাতীয় নাগরিক কমিটি এই চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলে, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ধরণের চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। পাশাপাশি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপিকে চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’

উল্লেখ্য, ইতিপূর্বে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার এলজিইডি’র চলমান উন্নয়ন কাজের ঠিকাদাররা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাসিম উদ্দিন আকনের চাঁদাবাজির কারণে ঠিকমতো কাজ করতে পারছে না, এই মর্মে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তুহিন বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেন এবং চাঁদাবাজির বিপক্ষে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button