রাজনীতি

বিচারপতির কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা আটক

বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গাইবান্ধার ফুলছড়িতে মো. আক্তারুজ্জামান আক্তার (৪০) নামে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে তাকে আটক করা হয়। 

আটক মো. আক্তারুজ্জামান আক্তার ফুলছড়ি উপজেলার পারুলের চর গ্রামের বাসিন্দা মৃত মোগরব আলীর ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। 

পুলিশ জানায়, গতকাল দুপুরে যখন বিচারপতি খুরশিদ আলম সরকার তার বাসভবনের সামনে হাঁটাহাটি করছিলেন। এ সময় মো. আক্তারুজ্জামান উপস্থিত হয়ে বিচারপতির কাছে চাঁদা দাবি করেন। পরে বিচারপতি নিজ উদ্যোগে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘বিচারপতির কাছে চাঁদা দাবির বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রাসঙ্গিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিচারপতির নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের অগ্রাধিকার।’

এর আগে ২০২৪ সালের ৬ আগস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করেছিলেন অভিযুক্ত ব্যক্তি। 

এ প্রসঙ্গে জানতে চাইলে ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু বলেন, ‘বিএনপি একটি শান্তির দল। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি। দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত সাপেক্ষে আক্তারুজ্জামানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুবদল ও স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা চলছে। বিচারপতির নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button