অব্যাবস্থাপনা
রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউস নামে চার তলা ভবনের দোতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে
রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউস নামে চার তলা ভবনের দোতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকাল ৯ টা ১৭ মিনিটে ওই চার তলা ভবনের দোতলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আগুন নেভাতে ৬টি ইউনিট কাজ করে। সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।