জাতীয় বরেণ্য আইনজীবী মরহুম এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার এর ৮৬ তম জন্মবার্ষিকী পালিত।
মোঃ জাহাঙ্গীর আলমঃ
জাতীয় বরেণ্য আইনজীবী মরহুম এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার এর ৮৬ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১লা জানুয়ারী বুধবার বিকেল ৪ টায় লালমাই উপজেলার শানিচৌস্থ আবদুল বাসেত মজুমদার ট্রাস্ট হাসপাতালের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডঃ সাইদ আহমেদ রাজা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লার সিনিয়র আইনজীবী এ্যাডভোকের গোলাম ফারুক, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান লিটন,অধ্যাপক ডাঃ খাদিজা আক্তার ঝুমা, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়,যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই থিয়েটারের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সহ ঢাকা ও কুমিল্লার আইনজীবীগন, স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।