কৃষিবার্তা

দাকোপের বাজুয়ায় তরমুজের ভেজাল বীজ বিক্রি বন্ধে অভিযান

শিপন খলিফা,দাকোপ প্রতিনিধিঃ

খুলনার দাকোপের বাজুয়ায় সাপ্তাহিক হাটে তরমুজের ভেজাল বীজ বিক্রি বন্ধে অভিযান পরিচালিত হয়েছে।
৭ (জানুয়ারী) মঙ্গলবার দুপুরে দাকোপ উপজেলা কৃষি অফিসার জনাব শফিকুল ইসলামের নেতৃত্বে বাজুয়ার সাপ্তাহিক হাটে খোলা বাজারে ভেজাল বীজ বিক্রি বন্ধে অভিযান পরিচালিত হয়। এ সময়ে উক্ত অভিযানে উপস্থিত ছিলেন মিন্টু রায় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, মোঃ ইফতেখার হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা, মোঃ বোরহান উদ্দিন উপসহকারী কৃষি কর্মকর্তা, ইফতে খাইরুল আলীম উপসহকারী কৃষি কর্মকর্তা, মোঃ আশরাফুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা বৃন্দরা। বাজুয়ার সাপ্তাহিক হাটে খোলা বাজারে তরমুজের বীজ ক্রয় করতে আসা সাধারণ কৃষকদের উদ্দেশ্য উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ শফিকুল ইসলাম বলেন, সুস্থ সবল চারা ও ভালো ফলন পেতে হলে ভালো মানের বীজ ব্যবহার অত্যাবশ্যকীয়। বীজের ভালো জাত ও মান ভালো না হলে কৃষকের অর্থ, শ্রম ও সময় যেমন নষ্ট হয়। তেমনি ঘাটতি সৃষ্টি হয় দেশের উৎপাদন ব্যবস্থার উপর। কৃষক পর্যায়ে বীজের মান যাচাইয়ের ব্যবস্থা উন্নত না হওয়া, কৃষকদের সচেতনতার অভাব, বাজারে বীজের মনিটরিং ব্যবস্থার দুর্বলতা, নিকটস্থ দোকান থেকে বীজ ক্রয়, এমনকি বীজের সিন্ডিকেটের ফলে ভেজাল বীজ কিনে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এছাড়া তরমুজ মৌসুমে বীজের কৃত্রিম সংকটের ফলে ভেজাল বীজ বিক্রির ধুম চলে। তিনি আরও বলেন তরমুজ মৌসুমে আমরা উপজেলা কৃষি অফিস সর্বদা বীজের বাজার মনিটরিং করবো। যাতে করে এই তরমুজ মৌসুমে কৃষকরা ভালো জাতের বীজ তাদের জমিতে বপন করতে পারে এবং তরমুজের বাম্পার ফলন নিশ্চিত করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button