অপরাধপরিবেশ

মোংলায় ১১ কেজি হরিণের মাংস সহ গ্রেফতার ৬

শিপন খলিফা,দাকোপ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলা বাস স্টান্ড এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোন এবং দাকোপের ঢাংমারী ফরেস্ট স্টেশনের যৌথ অভিযানে ১১কেজি হরিণের মাংস সহ গ্রেফতার ৬জন।
মঙ্গলবার ০৭ (জানুয়ারি) বিকাল ৪ টায় মোংলা বাস স্টান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাংস সহ তাদের কে গ্রেফতার করা হয়।
কোস্ট গার্ড সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা জানতে পারেন দাকোপের বনবাস রিসোর্ট থেকে ফেরার পথে উক্ত আসামিরা উক্ত এলাকার হরিণের মাংস চোরা কারবারিদের কাছ থেকে হরিণের মাংস ক্রয় করে মোংলা বাস স্টান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছে। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড পশ্চিম জোন থেকে ঢাংমারী ফরেষ্ট স্টেশনের সাথে যোগাযোগ করা হলে তাদের পূর্ন সহযোগিতায় আসামীদের গতিপথ অনুসরণ করে মোংলা বাস স্টান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এবং উক্ত অভিযানে ১১ কেজি মাংস সহ ২ নারী ও ৪ পুরুষ এবং তাদের বহনকারী ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
আসামিরা হলেন ১/সাইদুল ইসলাম (৪৭),২/সোহেল হোসেন (৩৮), ৩/তাইজুল ইসলাম(৩৭),৪/রবিন (৩৯),৫/মুক্তা(৩১),৬/কল্পনা আক্তার(৩০)। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস, প্রাইভেটকার ও আটককৃত ব্যক্তিদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপের ঢাংমারী ফরেষ্ট অফিসের হেফাজতে রাখা হয়। ঢাংমারী ফরেষ্ট সুত্রে জানা যায়, আজ ৮ জানুয়ারি সকাল ১০ টায় আসামিদের বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button