অপরাধ

লক্ষীপুরের রায়পুর উপজেলার কাঞ্চনপুরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ।

মোঃ সোহেল রানাঃ
লক্ষীপুরের রায়পুর উপজেলার কাঞ্চনপুরে সোমবার (৬ জানুয়ারি) সকালে চুরির অভিযোগ তুলে আবুল কালাম (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মৃতদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আবুল কালাম কাঞ্চনপুর গ্রামের ছানাউলা পাটোয়ারীর ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। পরিবার নিয়ে উপজেলার হায়দারগঞ্জ বাজারে ভাড়া থাকতেন তিনি।

নিহতের স্ত্রী রেহানার অভিযোগ, রোববার রাতে হায়দারগঞ্জের ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়। এরপর সকালে কাঞ্চনপুরে এসে তাকে একটি বাগানে আহত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

তিনি জানান, জিসান নামে এক ব্যক্তি দলবল নিয়ে তার স্বামী আবুল কালামকে একটি মাইক্রোবাস যোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ সময় তারা পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখান।

অপহরণকারীরা তখন তার স্ত্রীকে জানায়, ‘কয়েক দিন আগে আবুল কালাম সিএনজি অটোরিকশার ব্যাটারী চুরি করেছে’- এ কারণেই তাকে ধরে নিয়ে যাচ্ছেন তারা।

 রেহানা বলেন, সকালে আমি কাঞ্চনপুরে গিয়ে দেখি একটি সুপারি বাগানের মধ্যে জিসানের নেতৃত্বে লোকজন আমার স্বামীকে পেটাচ্ছে। আমার স্বামী কাতর কণ্ঠে পানি ছাইলো, কেউ দিল না। আমি তার কাছে এগিয়ে গেলে তাকে হাসপাতাল নিতে বলে। হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় আমার স্বামী।

 স্থানীয়রা জানান, দু’দিন আগে মাসুদ নামে এক ব্যক্তির ব্যাটারী চুরি হয়। ওই অভিযোগে তাকে ধরে আনা হয়। রাতভর তাকে বাগানে বেঁধে রেখে নির্যাতন করা হয়। সকালেও তাকে মারধর করা হয়েছে। এক পর্যায়ে তার মৃত্যু হয়।

 রায়পুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ব্যাটারি চুরির অপবাদ দিয়ে এক ব্যক্তিকে গণপিটুনি দিচ্ছে, বেলা ১১ টার দিকে মোবাইল ফোনে এমন সংবাদ পেয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য আনতে বলি। হাসপাতালে পুলিশ পাঠাই। পুলিশ এসে জানতে পারে আহত ব্যক্তি মারা গেছে। ঘটনার সাথে কারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button