অপরাধএক্সক্লুসিভ

সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুয়া সেলিম ওরফে চোরা সেলিম (৪৪)’কে গ্রেফতার করেছে র‍্যাব ২

রাজধানীর জেনেভা ক্যাম্পের  শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মোঃ সেলিম আশরাফী@ চুয়া সেলিম @ চোরা সেলিম (৪৪) পিতা- মৃত কুতুর উদ্দিন, থানা ঃ- মোহাম্মদপুর, জেলাঃ- ডিএমপি ঢাকা’কে র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকা হতে অদ্য ০৯ জানুয়ারি ২০২৫খ্রিঃ তারিখ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‌্যাব-২। 

দীর্ঘ দিন যাবত রাজধানীর জেনেভা ক্যাম্পে অস্থিরতা বিরাজ করে আসছিল। মাদক ও অস্ত্র ব্যবসাকে কেন্দ্র করে বিরাজমান অস্থিরতার একটি গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিল জেনেভা ক্যাম্পের মাদক সিন্ডিকেটের মূল হোতা চুয়া সেলিম। এছাড়া, জেনেভা ক্যাম্প ও পার্শবর্তী এলাকাসমুহের মাদক ব্যবসা, ছিনতাই, খুন, মারামারি সহ বিভিন্ন অপরাধের প্রধান নিয়ন্ত্রক ও পৃষ্ঠপোষক এই চুয়া সেলিম। জেনেভা ক্যাম্পের আইনশৃঙ্খলা উন্নত করতে এবং মোঃ সেলিম আশরাফী৥ চুয়া সেলিম @ চোরা সেলিম’কে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র‌্যাব-২।

র‌্যাব-২ এর একটি চৌকস আভিযানিক টিম অদ্য ০৯/০১/২০২৫ খ্রিঃ তারিখ নিজস্ব নিয়ন্ত্রণাধীন এলাকায় অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের   আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুয়া সেলিম গ্রুপের প্রধান মোঃ সেলিম আশরাফী৥ চুয়া সেলিম @ চোরা সেলিম কে র‍্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকা থেকে গ্রেপ্তার করতে সমর্থ হয় । তার বিরুদ্ধে রাজধানী ঢাকার বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা সহ বিভিন্ন আইনে ৩৫ টি মামলা রয়েছে তথ্য পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button