চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে নগরীর চান্দগাঁও থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মো. রবিউল হোসেনকে (২৪) কে গ্রেপ্তার করেছে।
৮ জানুয়ারি (বুধবার) সকালে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি মো. রবিউল হোসেন বরিশালের বাকেরগঞ্জ জেলার মো. আবুল হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি বাহির সিগন্যাল বোর্ড স্কুল সংলগ্ন বাদল বিল্ডিংয়ের দ্বিতীয় তলার বাসিন্দা।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।