ইসলাম ধর্ম

সূরা ফাতিহা ও এর গুরুত্ব

সূরা আল-ফাতিহা (সূরা নং ১) কুরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৭। সূরা ফাতিহা “মা’থার আল-কিতাব” (কিতাবের মা বা মূল) এবং “সপ্তম ধ্বনি” নামেও পরিচিত। নিচে সূরার আরবি পাঠ এবং বাংলা অর্থ উপস্থাপন করা হলো:


আরবি পাঠ:
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

  1. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
  2. الرَّحْمَٰنِ الرَّحِيمِ
  3. مَالِكِ يَوْمِ الدِّينِ
  4. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
  5. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
  6. صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

বাংলা অর্থ:

  1. পরম দয়ালু, অতি করুণাময়ের নামে (শুরু করছি)।
  2. সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টি জগতের প্রতিপালক।
  3. যিনি পরম দয়ালু, অতি করুণাময়।
  4. যিনি প্রতিফল দিবসের মালিক।
  5. আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
  6. আমাদেরকে সরল পথ দেখাও।
  7. তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছেন, তাদের নয় যাদের প্রতি ক্রোধ হয়েছে এবং যারা পথভ্রষ্ট।

সূরা ফাতিহার গুরুত্ব:
এই সূরাকে ইসলামের “দু’আর সারাংশ” বলা হয়, কারণ এটি মুসলমানদের আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য, এবং সঠিক পথ প্রদর্শনের জন্য প্রার্থনা প্রকাশ করে। প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ফরজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button