চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে ‘মানবপাচারকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইফতেখারুল আলম রনি নামে একজন ‘মানবপাচারকারী’কে গ্রেপ্তার করা হয়েছে। ১১ জানুয়ারি (শনিবার) রাত ৮টায় রনি নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
ইফতেখারুল আলম রনি বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন ,।
রনি ফেনী জেলার ফাজিলপুর গ্রামের নুরের জামানের ছেলে। তার বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় এবং জেলা ও দায়রা জজ আদালতের মানবপাচার অপরাধ দমন ট্রাইবুনাল নম্বর ২-এ দুইটি মামলা রয়েছে।’
পরে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রনিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।