চট্টগ্রামে হাত-পা বাঁধা চোখে-মুখে টেপ মোড়ানো লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: বন্দর নগরী চট্টগ্রামের খুলশী এলাকা থেকে হাত-পা বাঁধা ও চোখে-মুখে টেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে খুলশী থানা পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি এখনো পুলিশ।
১২ জানুয়ারি ( রবিবার) সকাল সাড়ে ৯টার দিকে ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যাই , খুলশী থানাধীন ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় ওই ব্যক্তির মুখ ও চোখে টেপ মোড়ানো ছিল। নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে।
খুলশী থানা সূত্রে জানা যাই বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিস্তারিত তদন্তের পরে জানা যাবে।