আইন ও বিচাররাজনীতি

জুলাই–আগস্ট গণহত্যা হাসিনাসহ জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে

জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন।

একইসাথে গুমের ঘটনায় তথ্য প্রমাণও মিলেছে বলে জানানো হয়েছে।

প্রসিকিউশনের এক আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পরে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনাসহ অন্যান্য যাদের অডিও রেকর্ডগুলো ফাঁস হয়েছে
সেগুলোর সত্যতা প্রমাণ করার জন্য আমরা ট্রাইব্যুনালের অনুমতি চেয়েছিলাম। সিআইডিসহ যারা আছে সবার প্রতি নির্দেশ দেয়া হয়েছে।’

বাংলাদেশের ট্রাইব্যুনাল ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক আদালতেও যাতে এসব তথ্য প্রমাণ গ্রহণযোগ্য হয় সেজন্য চেষ্টা করা হচ্ছে বলে জানায় প্রসিকিউশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button