আইন ও বিচারএক্সক্লুসিভ

জুলকারনাইন সায়েরকে ৪৮ ঘণ্টার মধ্যে ফেসবুক পোস্ট মোছার আলটিমেটাম দিলেন বিএনপির গউছ

সাংবাদিক জুলকারনাইন সায়েরকে (সামি) ৪৮ ঘণ্টার মধ্যে ফেসবুক পোস্ট সরানোর আলটিমেটাম দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। তা না হলে সায়েরের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন তিনি।

আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন গউছ। এ সময় তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে গউছ বলেন, ‘একটি গোয়েন্দা সংস্থার বরাতে জুলকারনাইন গত ২১ ডিসেম্বর তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্ট দেখে আমি বিস্মিত হয়েছি। ওই পোস্টে আমার ও আমার ভাইদের জড়িয়ে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এর কোনো ভিত্তি নাই। তিনি ৪৮ ঘণ্টার মধ্যে ফেসবুকের পোস্ট মুছে দুঃখ প্রকাশ না করলে সাইবার নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব।’

জি কে গউছ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়। আমি নিজে কোনো মামলা করিনি বা কোনো মামলার আমি সাক্ষীও নই। প্রতিটি মামলার বাদী ঘটনা অনুযায়ী স্বাধীনভাবে মামলা করেন। এ বিষয়ে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা বা হস্তক্ষেপ ছিল না বা এখনো নাই।’

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর জুলকারনাইন তাঁর ফেসবুকে পোস্টে বলেন, ৫ আগস্টের পর বিএনপির জি কে গউছসহ হবিগঞ্জের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা দখল বাণিজ্য, চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানি ও মামলার ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িয়ে পড়েছেন। একটি বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে খবরটি পেয়েছেন বলে জুলকারনাইন পোস্টে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, হবিগঞ্জের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজি নুরুল ইসলাম ও হাজি এনামুল হক এনাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button