অব্যাবস্থাপনাআইন, ও বিচার

‘রাফির তদবির বাণিজ্য’ নিয়ে এবার মুখ খুললেন সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিভিন্ন সমস্যা নিয়ে ‘তদবির’ করে চার মাসে ৩২ কোটি টাকা আয় করেছেন বলে খবর প্রকাশ করেছিল একটি অনলাইন পোর্টাল। পরে নিউজটি মিথ্যা জানিয়ে মুছে ফেলে দুঃখপ্রকাশ করে তারা। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর পর এবার মুখ খুললেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (৮ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘‘ডেইলি বাংলাদেশের সংবাদের দাবি: মায়ের এনআইডি দিয়ে খোলা খান মাহমুদ তালাত রাফির আরেক বিকাশ অ্যাকাউন্টে ১লা আগস্ট থেকে ১লা অক্টোবর লেনদেন হয়েছে প্রায় ৩২ লাখ টাকা।

ফ্যাক্ট: উক্ত সময়ে ওই অ্যাকাউন্টে কোনো লেনদেনই হয়নি।
 
ওই অ্যাকাউন্টে জুলাই থেকে ডিসেম্বর মাত্র একবারই মাত্র ২০ টাকা লেনদেন হয়েছে।

সমন্বয়ক রাফির বিরুদ্ধে মিথ্যা নিউজের কারণে তা ডিলিট করে ক্ষমা চেয়েছে অনলাইন পোর্টাল ডেইলি বাংলাদেশ। পোর্টালটি বলছে এই মিথ্যা নিউজ যে সাংবাদিক করেছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এই নিউজের জন্য রাফির যে মানহানি হয়েছে তারজন্য তারা ক্ষমাপ্রার্থী।
 
পাশাপাশি তারা যেখান থেকে এই তথ্য গুলো সংগ্রহ করেছে সেই পেজের তথ্য সূত্রগুলোও বানোয়াট বলে প্রমাণিত হয়েছে। ‘গু’জব থেকে সাবধান।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button