পাঁচমিশালি

লালমাইয়ে তারুণ্য মেলা-২০২৫ ও তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম:
জুলাই বিপ্লবকে অর্থবহ করতে তারুণ্যের প্রতীক ‘৩৬ জুলাই’কে সবার মাঝে তুলে ধরতে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সুবিধাজনক সময়ে ‘তারুণ্য মেলা’ আয়োজন করার নির্দেশ দিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৫ জানুয়ারি ২০২৫ইং (বুধবার) লালমাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিন ব্যাপী তারুণ্য মেলা-২০২৫ ও তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্য মেলা ও তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ বলেন, ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে হবে তারুণ্যদের। আমরা যদি নিজেদের বদলাতে পারি তাহলে দেশ বদলে যাবে, একটি নতুন পৃথিবী গড়ে উঠবে। আমরা এক সাথে সবাই মিলে নতুন পৃথিবী গড়ে তুলবো।
বিশেষ অতিথি লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহ আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দীন,ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফারুকুল ইসলাম ভূঁইয়া তাঁদের বক্তব্যে বলেন, তরুণদের অনেক রক্তের বিনিময়ে আজকের এই তারুণ্যের উৎসব। তারুণ্যের উৎসব-২০২৫ এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পারিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা। তরুণ প্রজন্মের পরিকল্পনা বাস্তবায়নের কৌশল অবলম্বন করে আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখবে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্মকর্তা প্রকৌশলী জনাব মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আলম খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জিত সেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন,উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা জনস্বাস্থ্য সহকারী কর্মকর্তা আবদুল মমিন,লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়,প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই থিয়েটারের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, হরিশ্চর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস কাঞ্চন,বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ, হাজাতখোলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবদুল মান্নান, উত্তর দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক মোঃ নোমান হোসেন, আরিফ হাসনাত রনি সহ উপজেলার নেতৃবৃন্দ, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকতা-কর্মচারী, উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক মন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় এক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র – ছাত্রী বৃন্দ অংশ গ্রহণ করেন। এতে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান ও উত্তর দৌলতপুর উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়াও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকলকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button