ইসলাম ধর্ম

অল্পে তুষ্টি ও দুনিয়ার জীবনে লোভ-লালসা

▌অল্পে তুষ্টি ও দুনিয়ার জীবনে লোভ-লালসা~🥺🌸

১। মনের ধনাঢ্যতাই প্রকৃত ধনাঢ্যতা। (বুখারী, হা: ৬৪৪৬)

২। দুনিয়া ঠিক একটি মুসাফিরখানার মতো। (বুখারী, হা: ৬৪১৬)

৩। জীবনকে সংক্ষিপ্ত করার নির্দেশ। (বুখারী, হা: ৬৪১৬)

৪। আখেরাতের জীবনই প্রকৃত জীবন। (বুখারী, হা: ৬৪১৪)

৫। জান্নাতের সামান্য জায়গার মূল্য সারা পৃথিবীর চেয়েও অনেক মূল্যবান। (বুখারী, হা: ৬৪১৫)

৬। উপরের স্তরের লোকদের দিকে না তাকিয়ে নীচের দিকে তাকানোর নির্দেশ। (বুখারী, হা: ৬৪৯০)

৭। চাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে। (বুখারী, হা: ৬৪৭৩)

৮। নবী ﷺ এর পরিবার একাধারে তিন দিন পেট ভরে খেতে পারেননি। (বুখারী, হা: ৫৩৭৪, ৫৪১৬)

৯। নবী ﷺ এর ইন্তেকালের সময়ও তাঁর পরিবার খেজুর ও পানির দিন অতিবাহিত করতেন। (বুখারী, হা: ৫৩৮৩)

১০। নবী ﷺ এর বিছানা ছিলো খেজুর গাছের আঁশের। (বুখারী, হা: ৬৪৫৬)

১১। নবী ﷺ বালিশে না বসে মাটিতে বসতেন। (বুখারী, হা: ৬২৭৭)

১২। নবী ﷺ ও তাঁর সাথীরা ছাতু খেয়ে দিন কাটিয়েছেন। (বুখারী, হা: ৫৩৯০)

১৩। কোন কোন সাহাবী ঘাস জাতীয় জিনিস খেয়েছেন। (বুখারী, হা: ৫৪১২)

১৪। সাহাবীরা গাছের পাতা খেয়েছেন। (বুখারী, হা: ৬৪৫৩)

১৫। সাহাবীগণ নিজেরাই তাঁদের জুতা মেরামত করেছেন। (বুখারী, হা: ২৫৭০)

১৬। আবু হুরায়রা (রাঃ) ক্ষুধার তাড়নায় উপুড় হয়ে শুয়ে পড়তেন। (বুখারী, হা: ৫৩৭৫)

১৭। সাহাবীরা কাফনের কাপড়ও ভালোভাবে পাননি। (বুখারী, হা: ৪৬৬৮)

১৮। দুনিয়া লোভীর প্রতি ভৎর্সনা করা হয়েছে। (বুখারী, হা: ৬৪৩৫)

১৯। লোভীর মালে বরকত হয় না। (বুখারী, হা: ৬৪৪১)

২০। মানুষ যত চায় তত পায়। (বুখারী, হা: ৬৪৩৬)

২১। যে বেশি বয়স পায় তার উয্র গ্রহণ করা হবে না। (বুখারী, হা: ৬৪১৯)

২২। জান্নাতের অধিকাংশই দরিদ্র মুসলমান। (বুখারী, হা: ৬৪৪৯)

২৩। মানুষ যা রেখে যায় তা তার নয়। (বুখারী, হা: ৬৪৪২)

২৪। সম্পদের লোভী না হওয়ার জন্য নবী ﷺ এর সতর্কবাণী। (বুখারী, হা: ১৩৪৪, ৪০১৫, ৪০৮৫)

২৫। নবী ﷺ ও সাহাবীরা দুনিয়া লোভী ছিলেন না। (বুখারী, হা: ১৪০৮, ২৩৮৯)

২৬। নবী ﷺ ঘরে কিছু জমাতেন না। (বুখারী, হা: ১৪৩০)

২৭। ফেত্নার সময় দ্বীন বাঁচানো কঠিন হবে। (বুখারী, হা: আ: প্র: ৬৫৯৫)

বইঃ মাস’আলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button