আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাগিনা উপদেষ্টার একান্ত সচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ!!!
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের ভাগিনা লেঃ কর্ণেল আবদুল গাফফার (অব) কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব করার তথ্য পাওয়া গেছে। লেঃ কর্ণেল আবদুল গাফফার কে ১ নং বিবাদী করে মোট ৩২/ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নিকট অভিযোগ ( adviser@minlaw.gov.bd)দায়ের করা হয়েছে।
অভিযোগে ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে ও ২৫ জনকে অজ্ঞাত বিবাদী করা হয়েছে। ২নং বিবাদী হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক নিরাপত্তা পরিচালক, লেঃ কর্নেল তানভীর আহমেদ জায়গীরদার, ৩। গোপালগঞ্জ জেলার বাসিন্দা ও চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের কর্মচারী মোস্তাফিজুর রহমান, ৪। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের সহ উপ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, ৫, সিএমপি র বন্দর থানার সাবেক ওসি মহিউদ্দিন মাহমুদ, ৬, সিএমপির বন্দর থানার সাবেক উপ পুলিশ পরিদর্শক নিদুল চন্দ্র কোপালি ও ৭ নং বিবাদী সিএমপির বন্দর থানার সাবেক ওসি সুকান্ত চক্রবর্তীসহ অজ্ঞাত ২০/২৫জন। অভিযোগ সূত্রে জানা যায়, সকল বিবাদী মিলে সাংবাদিক ও মানবাধিকারকর্মী রিয়াজ মোর্শেদ মাসুদ কে মানুষিক- শারীরিক নির্যাতন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলায় হয়রানি করছে।