না ফেরার দেশে চলে গেলেন হাজারীবাগ থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সোহেল খান হালিম ।
মইনুল ইসলাম মিলনঃ
দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের অমানুষিক নির্যাতন , জুলুম , কারাগারের অন্ধকার প্রকোষ্টে বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন হাজারীবাগ থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল খান হালিম তবুও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারমান জননেতা তারেক রহমানের রাজনৈতিক দর্শন থেকে চুল পরিমান সরে দাড়াননি সংগ্রামী এই নেতা ।
পারিবারিক সুত্রে জানা যায় , তিনি ৫/১ শেরে বাংলা রোড, হাজারীবাগ থানার স্থায়ী বাসিন্দা । গত ১৯/০১/২০২৫ ইং তারিখ রবিবার সকাল ৬ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাস ভবনে সোহেল খান হালিম ইন্তেকাল করেন । মৃত্যু কালে তিনি ২ পুত্র ১কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান ।মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৮ বৎসর ।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের (ঢাকা মহানগর দঃ) সুত্রে জানা যায় সোহেল খান হালিম ২০০৩ ইং সন থেকে ২০১০ ইং সন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন । রাজনৈতিক কর্মকান্ডে অসামান্য অবদান ও সুযোগ্য নেতৃত্বের কারনে দলীয় রাজনৈতিক সিন্ধান্তে এবং সংগঠনের অত্যন্ত দূঃসময়ে তিনি(২০১০ ইং থেকে ২০২১ ইং সন পর্যন্ত) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হাজারীবাগ থানা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন ।
দলীয় সুত্রে জানা যায় এ সময় তিনি দলীয় সকল রাজনৈতিক কর্মকান্ডে স্থানীয় জনগনকে সাথে নিয়ে স্বতঃস্ফুর্ত ভাবে রাজপথ কাপনো লড়াই- সংগ্রামে অংশ গ্রহন করেন । দলের একাধিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্ধা এবং তার দীর্ঘদিনের রানৈতিক সহকর্মীরা ” জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রাকে ” জানান ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সর্বদা হাস্যউজ্জল , বিনয়ী, নম্র ,সৎ এবং জনবান্ধব ব্যক্তিত্বের অধিকারী । গরীব-অসহায়-ও খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য সোহেল খান হালিম ছিলেন বিশ্বাস ও আস্থার প্রতিক । তার এই ব্যপক জনপ্রিয়তা তাকে একদিকে যেমন রাজনৈতিক সফলতা এনে দিয়েছে অন্য দিকে তেমনি তার এই অসাধারন জনপ্রিয়তায় ঈস্বাণিত হয়ে তাকে শুধুমাত্র রাজনৈতিক ভাবে দাবিয়ে রাখার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকারে নির্দ্দেশে তার বিরুদ্ধে হাজারীবাগ, রমনা, শ্যামপুর ও বিশেষ ট্রাইবুনালে ২৮টিরও অধিক মিথ্যা মামলা দায়ের করা হয় । যদিও হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তিনি বেশীর মামলায়ই নির্দ্দোষ প্রমানিত হয়ে খালাস পান । জীবনের কৈশর ও যৌবনকে অন্ধাকার কারাপ্রকোষ্টে অমানবিক জুুলুম নির্যাতনের মধ্যে অতিবাহিত করে যখন সমাজ ও এলাকাবাসীকে সুসংগঠিত করে বি.এন.পি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দ্দেশে মানুষের ভোটের অধিকার আদায়ের সংগ্রামে আত্ননিয়োগ করেন ঠিক এমনই একটি সময়ে হঠাৎ করে হাজারীবাগবাসীর এই নন্দিত নেতা পাড়ি জমান না ফেরার দেশে ।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দঃ শাখার পক্ষ থেকে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে । সোহেল খান হালিম এর পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত চেয়ে সংশ্লিষ্ট সকলের কাছে বিশেষ দোয়ার জানিয়েছেন ।