১৩টি মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনতাইকারী জুয়েলকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ১৩টি মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনাতাইকারী মোঃ জুয়েল(৩১)কে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
রবিবার (১৯ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা ০৫:৪৫ ঘটিকায় খিলগাঁও থানার তিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, শনিবার থানা এলাকায় ছিনতাইকারী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তিলপাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মোঃ জুয়েল একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি। সে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর তালিকাভূক্ত একজন ছিনতাইকারী। খিলগাঁও এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় ও বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সাথে সে ও তার সহযোগিরা জড়িত। মোঃ জুয়েলের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানা, রামপুরা থানা ও কোতোয়ালি থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের ১৩টি মামলা রয়েছে যার মধ্যে খিলগাঁও থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেফতারকৃত মোঃ জুয়েলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।