১৫ মামলার আসামি, চিহ্নিত পেশাদার ছিনতাইকারী নয়ন ওরফে জোড়াসহ চারজনকে গাঁজাসহ গ্রেফতার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ
রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে পুলিশ হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও মাদকের ১৫টি মামলার আসামি পেশাদার ছিনতাইকারী নয়ন ওরফে জোরাসহ চার জনকে গাঁজাসহ গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলো- মোঃ ওমর ফারুক (২৩), পলাশ আহম্মেদ (৩৩) ও মোঃ পান্নু (৩৩)।
রবিবার (১৯ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১২:১০ ঘটিকায় গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গেন্ডারিয়া থানা সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ রাতে গেন্ডারিয়া থানার ৭৪ নং রোডের নুর মসজিদের গলি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির ঘটনায় মোঃ মুছা নামের একজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় মূছার সহযোগি তিনজন পালিয়ে যায়। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় গত ১ জানুয়ারি ২০২৫ তারিখে একটি মামলা রুজু করা হয়। রুজুকৃত মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় উক্ত ছিনতাইয়ের সাথে জড়িত নয়ন ওরফে জোড়া, ওমর ফারুক, পলাশ আহম্মেদ ও মোঃ পান্নুকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা গেন্ডারিয়া এলাকার সংঘবদ্ধ ছিনতাইকারী ও মাদক কারবারি দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত নয়ন ওরফে জোড়ার বিরুদ্ধে গেন্ডারিয়া, যাত্রাবাড়ী, শ্যামপুর থানাসহ ঢাকার পাশ্ববর্তী জেলার বিভিন্ন থানায় পুলিশ হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও মাদকের ১৫টি মামলা রয়েছে এবং তার সহযোগী ওমর ফারুকের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় একটি মাদকের মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।